গুজব বুঝার কয়েকটি উপায়।
গতকাল মধ্য রাতে ছড়িয়ে পড়েছিলো গুজব। করোনাভাইরাস আতংকের সুযোগ নিয়ে যে কোন চক্রই গুজব ছড়াতে পারে। তাই গুজব চিনার কয়েকটি উপায় জেনে রাখুন।
১। নির্দিষ্ট কোন সোর্স থাকবে না।
২। প্রমান হিসেবে সবাই বলবে আমি অমুকের কাছ থেকে শুনেছি, কিংবা আমার বন্ধু দেখেছে। কেউ নিজে দেখেছে এটা দাবী করবে না।
৩। কোন মিডিয়াতে তথ্য আসার আগেই আপনার কাছে তথ্যটি চলে আসবে।
৪। দেশের বাইরের কিছু বাংলা ইউটিউব চ্যানেল কিংবা অজ্ঞাত / প্রবাসীদের নামে পরিচালিত পেজ থেকে তথ্যগুলো শেয়ার হতে থাকবে।
৫। আপনার কাছে মেসেজের মাধ্যমেও তথ্যটি আসতে থাকবে। এমনকি যারা কখনো আপনি বেঁচে আছেন নাকি মরে গেছেন তার খোঁজ খবর নেয় না তারা মেসেঞ্জার কিংবা ফোন কলেও তথ্যটি জানাবে।
৬। প্রমান জানতে চাইলে ব্লক কিংবা ব্যান করে দিবে।
৭। পুরনো কিছু ছবি পোষ্টের সাথে সংযুক্ত থাকতে পারে। images.google.com থেকে গুগলে ছবিটি সার্চ করে দেখে নিতে পারবেন ছবিটির সত্যতা।
সবাই পোষ্টটি কপি কিংবা শেয়ার করে দিতে ভূলবেন না, যাতে আমাদের আতংকের সুযোগ নিয়ে কোন চক্র গুজব তৈরি করতে না পারে।
إرسال تعليق